Core Committee | ||
Sl. | NAME | SUBJECT |
1 | Dr.SAPTARSHI CHAKRABORTY | President |
2 | Dr. BARUN MANDAL | Convenor |
3 | Dr. JAYANTA DAS | Core Member |
4 | TRISAPTA PRADIP | Core Member |
Members | ||
1 | JAYA BISWAS | Member - HOD |
2 | PRADHAN SHOW | Member - HOD |
3 | Dr. BIPLAB KAHAR | Member - HOD |
4 | HIRALAL KISKU | Member - HOD |
5 | SUMAN KUMAR CHANDA | Member - HOD |
6 | Dr. JOYDEV PANDA | Member - HOD |
7 | SANDIP KUMAR MAITI | Member - HOD |
8 | SRIMANTA KANJI | Member - HOD |
9 | RABILOCHAN MURMU | Member - HOD |
10 | RUPA MANDAL | Member - HOD |
11 | MADHURIMA MULLICK | Member - HOD |
12 | FARIDA KHATOON | Member - HOD |
13 | DEBKUMAR BHATTACHARYA | Member - HOD |
14 | Dr. SM WAHIDUR RAHAMAN | Member - HOD |
15 | PRIYANKA KHUNTIA | Member - HOD |
16 | BIDYAPATI MUKHERJEE | Member - NTS |
17 | NILMADHAB CHAKRABORTY | Member - NTS |
18 | BINOY BAURI | Member - NTS |
GUIDELINES FOR STUDENTS AND STAKEHOLDERS
মহাবিদ্যালয় প্রাঙ্গণ কোভিড মুক্ত রাখার জন্য নিম্নলিখিত নিয়মাবলী মেনে চলুন
১। মহাবিদ্যালয় প্রাঙ্গনে সকলকে সঠিকভাবে মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া মহাবিদ্যালয়ে প্রবেশ করবেননা।
২। মহাবিদ্যালয়ের সর্বত্র প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এমনকি শ্রেণীকক্ষেও এই নিয়ম মেনে চলতে হবে।
৩। মহাবিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে প্রত্যেককে অবশ্যই শরীরের তাপমাত্রা পরীক্ষা করাতে হবে এবং হাত স্যানিটাইজ করে নিতে হবে।
৪। সরকারি নির্দেশ অনুযায়ী বহিরাগত কোনো ব্যক্তি মহাবিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পারবেননা।
৫। অসুস্থ অথবা উপসর্গ যুক্ত ব্যক্তি মহাবিদ্যালয়ে আসা থেকে বিরত থাকবেন এবং মহাবিদ্যালয় কর্ত্রীপক্ষকে তা অবশ্যই জানাবেন।
৬। মহাবিদ্যালয়ে এসে যদি কেউ অসুস্থ বোধ করেন , তিনি বিষয়টি দ্রুত কর্ত্রীপক্ষকে জানাবেন।
৭। বিশেষ প্রয়োজনে (যেমন ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে) বিভাগ থেকে ছাত্রছাত্রীদের মাস্ক,স্যানিটাইজার দেওয়া হবে।
৮। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যান।
৯। সরকারি নিয়ম মেনে ছাত্রছাত্রী এবং মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলেই কোভিড টীকা নিন। নির্দিষ্ট সময় অন্তর মহাবিদ্যালয়ে আয়োজিত টীকাকরণ কর্মসূচীতে অংশগ্রহণ করে ১৮ বছরের বেশি বয়স্ক ছাত্রছাত্রী এবং মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলেই কোভিড টীকার দুটি ডোজ সম্পূর্ণ করুন।
১০। মহাবিদ্যালয়ে আয়োজিত COVID 19 সচেতনতা শিবিরে ছাত্রছাত্রীসহ মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকেই অংশগ্রহণ করতে হবে।
১১। মহাবিদ্যালয় চত্বরে সমস্ত রকম অনুষ্ঠান এড়িয়ে চলুন।
১২। মহাবিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন।
2020, Panchakot Mahavidyalaya
✖
zoom