College COVID Cell

Core Committee
Sl. NAME SUBJECT
1 Dr.SAPTARSHI CHAKRABORTY President
2 Dr. BARUN MANDAL Convenor
3 Dr. JAYANTA DAS Core Member
4 TRISAPTA PRADIP Core Member
     
Members
1 JAYA BISWAS Member - HOD
2 PRADHAN SHOW Member - HOD
3 Dr. BIPLAB KAHAR Member - HOD
4 HIRALAL KISKU Member - HOD
5 SUMAN KUMAR CHANDA Member - HOD
6 Dr. JOYDEV PANDA Member - HOD
7 SANDIP KUMAR MAITI Member - HOD
8 SRIMANTA KANJI Member - HOD
9 RABILOCHAN MURMU Member - HOD
10 RUPA MANDAL Member - HOD
11 MADHURIMA MULLICK Member - HOD
12 FARIDA KHATOON Member - HOD
13 DEBKUMAR BHATTACHARYA Member - HOD
14 Dr. SM WAHIDUR RAHAMAN Member - HOD
15 PRIYANKA KHUNTIA Member - HOD
16 BIDYAPATI MUKHERJEE Member - NTS
17 NILMADHAB CHAKRABORTY Member - NTS
18 BINOY BAURI Member - NTS


GUIDELINES FOR STUDENTS AND STAKEHOLDERS

  1. Do NOT enter the college campus without face mask. Wear your face mask properly when on campus.
  2. Maintain Social Distancing on college campus and in classrooms.
  3. All who enter college campus must undergo Thermal Scanning and get their hands sanitized.
  4. As per Govt. order, NO outsider shall enter the college campus. If necessary, they have to take prior appointment and approval.
  5. If you are sick do not enter the college campus.
  6. If you feel sick when on campus, inform the authority immediately.
  7. Mask and sanitizer is available with all departments of this college. Ask for it on special circumstances.
  8. Leave the college campus immediately when classes are over.
  9. If you are already 18 years old, take your doses of COVID vaccine. Contact the authority for assistance.
  10. Attend all ONLINE sensitization programmes regarding COVID.
  11. Avoid all any sort of Gatherings and Programmes on campus.
  12. Keep your campus clean and corona-free.

মহাবিদ্যালয় প্রাঙ্গণ কোভিড মুক্ত রাখার জন্য নিম্নলিখিত নিয়মাবলী মেনে চলুন

১। মহাবিদ্যালয় প্রাঙ্গনে সকলকে সঠিকভাবে মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া মহাবিদ্যালয়ে প্রবেশ করবেননা।  

২। মহাবিদ্যালয়ের সর্বত্র প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এমনকি শ্রেণীকক্ষেও এই নিয়ম মেনে চলতে হবে।

৩। মহাবিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে প্রত্যেককে অবশ্যই শরীরের তাপমাত্রা পরীক্ষা করাতে হবে এবং হাত স্যানিটাইজ করে নিতে হবে।

৪। সরকারি নির্দেশ অনুযায়ী বহিরাগত কোনো ব্যক্তি মহাবিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পারবেননা।

৫। অসুস্থ অথবা উপসর্গ যুক্ত ব্যক্তি মহাবিদ্যালয়ে আসা থেকে বিরত থাকবেন এবং মহাবিদ্যালয় কর্ত্রীপক্ষকে তা অবশ্যই জানাবেন।

৬। মহাবিদ্যালয়ে এসে যদি কেউ অসুস্থ বোধ করেন , তিনি বিষয়টি দ্রুত কর্ত্রীপক্ষকে জানাবেন।

৭। বিশেষ প্রয়োজনে (যেমন ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে) বিভাগ থেকে ছাত্রছাত্রীদের মাস্ক,স্যানিটাইজার দেওয়া হবে।

৮। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে যান।

৯। সরকারি নিয়ম মেনে ছাত্রছাত্রী এবং মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলেই কোভিড টীকা নিন। নির্দিষ্ট সময় অন্তর মহাবিদ্যালয়ে আয়োজিত টীকাকরণ কর্মসূচীতে   অংশগ্রহণ করে ১৮ বছরের বেশি বয়স্ক ছাত্রছাত্রী এবং মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলেই কোভিড টীকার দুটি ডোজ সম্পূর্ণ করুন।

১০। মহাবিদ্যালয়ে আয়োজিত COVID 19 সচেতনতা শিবিরে ছাত্রছাত্রীসহ  মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলকেই অংশগ্রহণ করতে হবে।

১১। মহাবিদ্যালয় চত্বরে সমস্ত রকম অনুষ্ঠান এড়িয়ে চলুন।

১২। মহাবিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করুন।


 

zoom